Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:২৫, ২৮ এপ্রিল ২০২৪

একদিনের ব্যবধানে মৌলভীবাজারে আবার বেড়েছে তাপমাত্রা 

ফাইল ছবি

ফাইল ছবি

গেল শুক্রবার মৌলভীবাজার জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে রেকর্ড করা হলেও গতকাল শনিবার তাপমাত্রা কমেছিল প্রায় ১ দশমিক ২ ডিগ্রি। রাতের দিকে দমকা হাওয়া কিছুটাও স্বস্তিও দিয়েছে জনজীবনে। কিন্তু, আজ রোববার (২৮ এপ্রিল) থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ গরমের দাপটও গতকালের চেয়ে বেশি। যদিও মাঝেমাঝে আকাশ মেঘলা হচ্ছে। 

রোববার (২৮ এপ্রিল) মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি। যা গত শুক্রবারের তাপমাত্রার সমান। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এপ্রিল মাসের বেশিরভাগ সময় জুড়ে মৌলভীবাজারে তাপমাত্রা উচ্চ থাকায় জেলার সার্বিক আবহাওয়ার মানও ছিল নিম্নগামী। চলতি মাসের বেশিরভাগ সময় মৌলভীবাজারের আবহাওয়া ছিল অতিমাত্রায় অস্বাস্থ্যকর। এ ধরনের আবহাওয়ায় সাধারণত শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। 

এদিকে দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় আরও ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি করা হয়েছে। এমন অবস্থায় জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়