নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারের ৩ উপজেলায় শুরু উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ
ছবি- আই নিউজ
সারাদেশের ১৩৯ উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। এ ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলায় বুধবার সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে একযোগে ৩টি উপজেলার মোট ২১৬টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম। এর আগে মঙ্গলবার (০৭ মে) ভোটের একদিন আগে দুর্গম এলাকা বিবেচনায় জুড়ীর ৭টি কেন্দ্র, বড়লেখার ৪টি এবং কুলাউড়ার ৩৭টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী ৩৬ জন। এরমধ্যে কুলাউড়ায় ১১ জন, বড়লেখায় ৯ জন এবং জুড়ীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি উপজেলার ২১৬টি কেন্দ্রের সবচেয়ে বেশি কেন্দ্রে কুলাউড়ায় ১০৩টি, এরপর বড়লেখায় ৬৯টি কেন্দ্র এবং জুড়ীতে আছে ৪৪টি কেন্দ্র।
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় রয়েছে ৬৯টি ভোট কেন্দ্র। এরমধ্যে ২৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁ'কিপূর্ণ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। স্বতঃস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের স্বার্থে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিক ঝুঁ'কিপূর্ণ ভোট কেন্দ্রগুলো হচ্ছে-বর্ণি ইউনিয়নের পাকশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিমপুর ইউনিয়নের তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রকে ঝুঁ'কিপূর্ণ কেন্দ্র হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এরমধ্যে ২৯টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁ'কিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’