Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ১০ জুলাই ২০২৪

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো আমার গৌরব ফাউন্ডেশন

আমার গৌরব ফাউন্ডেশনের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

আমার গৌরব ফাউন্ডেশনের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে সামাজিক সংগঠন আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১০ জুলাই)  দুপুরে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলতাফুর রহমানের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আফরোজা তালুকদার ।

কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান শিপুর সার্বিক সমন্বয়ে ও জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিন আক্তারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির  সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস জুই, নারী বিষয়ক সম্পাদক জার্জিনা জলি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম ।

এ সময় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে পরপর দু'বারের বন্যা আক্রান্ত কয়েকটি গ্রামের ১১০ পরিবারের মধ্যে প্রায় ১০ কেজি সমমান চাল, ডাল, তেল, পেঁয়াজসহ অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাবার ও শতাধিক বন্যা দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

এ সময় আমার গৌরব ফাউন্ডেশন জেলা শাখার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, মাওলানা শরীফ আহমদ, শাহনেওয়াজ চৌধুরী সুমন, অ্যাডভোকেট হোসেন আহমদ পারভেজ, মিনহাজ আহমদ মুন্না, প্রভাষক আমিনুর রহমান প্রমুখ। এছাড়াও ভুকশিমইল  ইউনিয়নের জাব্দা গ্রামের মো. ইউসুফ আলী খান, বশির আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়