রুপম আচার্য্য
সরস্বতী পূজা ঘিরে মৌলভীবাজারে প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা
সরস্বতী পূজা ঘিরে মৌলভীবাজারে প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবি: আই নিউজ
বাগদেবীর আরাধনার আর মাত্র কয়েক দিন বাকি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা এ বছর অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি, মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে। এই উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে প্রতিমা নির্মাণে। মাটির কাজ শেষ করে প্রতিমার গায়ে রঙ-তুলির নিপুণ আঁচড় দিচ্ছেন ব্যস্ত মৃৎশিল্পীরা।
জেলার বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ী একাধিক মৃৎশিল্পালয়ে তৈরি হচ্ছে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার সরস্বতী প্রতিমা। প্রতিমাগুলো রোদে শুকানো, রঙ করা, শাড়ি ও অলঙ্কার পরানোর কাজে যেন দম ফেলারও সময় পাচ্ছেন না কারিগররা।
সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যার দেবীর আশীর্বাদ লাভের আশায় ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও মন্দিরে এই পূজার আয়োজন করে থাকেন। বিশ্বাস অনুযায়ী, মা সরস্বতী জ্ঞানের দেবী। শ্বেতশুভ্র সাজে বীণা হাতে তিনি ভক্তদের কাছে আগমন করেন। এই দিনে ভক্তিভরে প্রার্থনা করা হয় যেন সারাবছর পড়াশোনায় মন বসে ও জ্ঞানের আলো প্রসারিত হয়।
জেলার কয়েকটি মৃৎশিল্পালয় ঘুরে দেখা গেছে, কেউ কেউ এখনও প্রতিমার মাটির কাজ শেষ করছেন, আবার অনেকে রঙ ও সাজসজ্জার কাজে ব্যস্ত। ছোট, মাঝারি ও বড় সব ধরনের প্রতিমার অর্ডার পাওয়া যাচ্ছে। মৃৎশিল্পীদের ভাষ্যমতে, গত বছরের তুলনায় এ বছর বিক্রি তুলনামূলক ভালো।
এ বছর ছোট আকারের প্রতিমা ১,৫০০ টাকা থেকে শুরু করে মাঝারি আকারের প্রতিমা ২,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় প্রতিমাগুলোর দাম ৫,০০০ টাকা থেকে শুরু করে ১৭,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিশেষ নকশার প্রতিমার অর্ডার রয়েছে ২০ হাজার থেকে ২৫–৩০ হাজার টাকা দামের মধ্যেও। এমনকি ৬০,০০০ টাকা পর্যন্ত প্রতিমা বিক্রি হয়েছে।
প্রতিমা কারিগর চয়ন সরকার বলেন, “এ বছর জিনিসপত্রের দাম অনেক বেশি হলেও প্রতিমার দাম তুলনামূলক কম রাখা হয়েছে। ছোট প্রতিমা ৮০০ থেকে ২০০০ টাকা এবং বড় প্রতিমা ৭০০০ থেকে ১০ ও ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ বছর ৭০টি প্রতিমা তৈরি করেছি। ডিজাইন ও কোয়ালিটির কারণে ক্রেতারা সন্তুষ্ট।”
অন্যদিকে প্রতিমাশিল্পী ও পুরোহিত ঝুমন আচার্য্য বলেন, “বাঁশ ও কাদা-মাটির কাজ শেষ করে এখন রঙের নিপুণ সাজ দেওয়া হচ্ছে। দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত এসে তাদের অর্ডারকৃত প্রতিমা দেখে যাচ্ছেন। বিশেষ করে যারা শুদ্ধ মুর্তি পূজা করেন তাড়াই শুধু আমাদের থেকে প্রতিমা নেন। আমরা শাস্ত্র মতে পঞ্জিকা অনুসারে মন্ত্রের মাধ্যমে দেবীগঠন করে থাকি এবং চক্ষুদানও মন্ত্রসহ সম্পন্ন করি। সে কারণেই আমাদের কাছ থেকে প্রতিমা নেওয়ার চাহিদা বেশি।”
জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা নির্মিত হয় শ্রীমঙ্গলে। এই এলাকার মৃৎশিল্পালয়গুলোতে খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া, রোদে শুকানো, রঙ করা এবং অলঙ্কার পরানোর কাজ চলছে পুরোদমে। সারি সারি প্রতিমা সাজিয়ে নিখুঁত কারুকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।
শ্রীমঙ্গল উপজেলার হনু শিল্পালয়ের হনু পাল বলেন, “এ বছর কারখানা বেড়েছে, ফলে অর্ডার কিছুটা কম। তারপরও ছোট-বড় মিলিয়ে দেড়শ’ প্রতিমা তৈরি করেছি। ছোট প্রতিমা ২,০০০ থেকে ৩,৫০০ টাকা, মাঝারি ৫,০০০ থেকে ১০,০০০ টাকা এবং বড় প্রতিমা ১৭,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ২০ হাজার, ২৫-৩০ হাজার এমনকি ৬০ হাজার টাকার প্রতিমাও রয়েছে। গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা কম।”
স্থানীয় পুরোহিত গৌরাঙ্গ আচার্য্য বলেন, “হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৯ মাঘ, অর্থাৎ ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমী তিথিতে পূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার গুরুত্ব অপরিসীম, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। মূলত, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন।”
সব মিলিয়ে সরস্বতী পূজাকে সামনে রেখে মৌলভীবাজারের মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ততায় সময় পার করছেন। শেষ মুহূর্তের এই কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেয়েছে জেলার মৃৎশিল্পালয়গুলো।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























