Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২১ জুন ২০২১
আপডেট: ১৯:৩৫, ২১ জুন ২০২১

শাল্লায় হামলা: জামিন পেলেন প্রধান আসামি স্বাধীন মেম্বার

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে জামিন দিয়েছেন আদালত। 

সোমবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ বিচারক ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জেলা ও দায়রা জজ পিপি অ্যাডভোকেট শামসুন নাহার বেগম বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে সহিংসতার ঘটনার মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে আদালত জামিন দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি বাড়িতে হামলা চালানো হয়। 

এ ঘটনায় ১৮ মার্চ রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে প্রথম মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলামকে। পরে ১৯ মার্চ রাতে তাকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ