Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ২১ জুন ২০২৩

যে কারণে কাউকে সমর্থন দিলেন না মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোটে মেয়র আরিফুল হক চৌধুরী কাউকে সমর্থন দিচ্ছেন না বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ‘কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনের দিন দাদার বাড়ি আম কুড়াতে যাব আমি।’ মেয়র আরিফুল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে একটি ফেসবুক পেইজের ভিডিওতে এসব কথ বলেন।

বুধবারের ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।’ এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে আগ্রহ নেই উল্লেখ করে আজ দাদার বাড়ি গিয়ে আম কুড়াবেন বলে জানান।

মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। নানা নাটকীয়তার পর দলের সিদ্ধান্তের কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তাঁর বন্ধু হওয়ায় অনেকে মনে করছিলেন আরিফ বলয় বা বিএনপির ভোট বাবুল পাবেন। কিন্ত ভোটের আগ মুহূর্তেও কাউকে সমর্থন দেননি বলে জানালেন আরিফুল।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ