Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত বাহুবলের ইউএনও

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাহুবলের হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার। রোববার (১৩ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেন রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল রিছিল জানান, জ্বর ও হালকা শ্বাসকষ্টে ভুগছিলেন স্নিগ্ধা তালুকদার। ১২ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন‌্য তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

তিনি জানান, ইউএনও বর্তমানে সরকারি বাংলোয় আইসোলেশনে রয়েছেন।

করোনা সংক্রমণ শুরুর পর থেকেই নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন ইউএনও স্নিগ্ধা তালুকদার। বন্যার্তদের মাঝে সরকারি সহায়তা বিতরণ, উপজেলাজুড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে তৎপর ছিলেন তিনি। 

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়