সাইফুল ইসলাম সুমন, জুড়ী
আপডেট: ১১:৫১, ৯ জুন ২০২৪
জুড়ীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠান করায় ক্ষোভ
জুড়ী উপজেলা ভূমি অফিস। ছবি- আই নিউজ
"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪।
এ উপলক্ষে গতকাল শনিবার (৮ জুন) সকালে উপজেলা রাজস্ব প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে ভূমি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভার আয়োজন করে। অভিযোগ, আয়োজনে দাওয়াত পাননি উপজেলার ইউপি চেয়ারম্যান,গুরুত্বপূর্ণ আওয়ামীলীগ নেতা, জুড়ী প্রেস ক্লাব, কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজার কমিটিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, বীর মুক্তিযোদ্ধা কূলেশ চন্দ মন্টু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু সহ কয়েকজন সরকারি কর্মকর্তা।
অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানের ছবি প্রকাশ পেলে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে উপজেলার ইউপি চেয়ারম্যানরা সাংবাদিকদের কাছে ক্ষোভ জানান।
এ বিষয়ে সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফরনগর নগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, প্রতিবছর সকলের অংশগ্রহণে ভূমি সেবা সপ্তাহ উৎসাহ উদ্দীপনায় পালিত হলেও এবছর এ অনুষ্ঠানের দাওয়াত পাইনি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়াও এ অনুষ্ঠানের দাওয়াত না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন বলেন, হঠাৎ রহস্যজনক কারণে আমাদের প্রেসক্লাবকে দাওয়াত দেওয়া হচ্ছে না। এতো গুরুত্বপূর্ণ একটি সরকারি অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন ছিল।
কামিনীগঞ্জ বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন ও ভবানীগঞ্জ বাজার কমিটির সভাপতি এমএ মহসিন মুহীন বলেন, আমরা সব সময় সরকারের সকল অনুষ্ঠানের দাওয়াত পাই। কিন্তু, ভূমি সেবা সপ্তাহের চিঠি আমাদেরকে প্রদান করা হয়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান, আমরা সকলকে চিঠি দিয়েছি। কেন তারা পাননি বিষয়টি দেখব।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সকলের অংশগ্রহণে ভূমি সেবা সপ্তাহ পালন করার কথা। ইউপি চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেন দাওয়াত দেওয়া হয়নি বিষয়টি আমি খতিয়ে দেখব।
-
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের বিনয় ভূষণ রায়
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’