আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
লোডশেডিং বাড়ছে লন্ডনেও
কয়লার যোগান কমে যাওয়ায় দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে
ইউক্রেনে হামলার শাস্তি হিসেবে রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও জ্বালানির সংকট দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়তে যাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন খাতেও। ব্রিটেনের সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাস থেকে বিদ্যুতের দাম ও লোডশেডিং দুটোই বাড়বে দেশটিতে।
যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাজনিত কারণে কয়লার যোগান কমে যাওয়ায় দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।
এতদিন রাশিয়ার গ্যাস, তেল ও কয়লার সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপ। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রুশ তেল ও কয়লার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গ্যাসের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া না হলেও সামনের বছর থেকে রুশ গ্যাসের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউভুক্ত বিভিন্ন দেশ।
ইউরোপ মহাদেশভুক্ত হলেও ব্রিটেন এখন আর ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত নয়। প্রতিবেশী জার্মানি, ফ্রান্সের মতো রাশিয়ার গ্যাসের ওপর সরাসরি নির্ভরশীলও নয়। উত্তর সাগর অঞ্চলে ব্রিটেনের নিজস্ব গ্যাসের মজুত রয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছর বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাসও (এলএনজি) আমদানি করে দেশটি।
তবে এতদিন রাশিয়ার তেল ও কয়লার বড় ক্রেতা ছিল ব্রিটেন। রুশ জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা ও তার জেরে কয়লার যোগান কমে যাওয়া ব্রিটেনের বিদ্যুৎ উৎপাদন খাতে বড় আঘাত। সেই সঙ্গে মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো যুক্ত হয়েছে দেশটিতে গত কয়েক মাস ধরে চলা ব্যাপক মুদ্রাস্ফীতি।
এছাড়া বিগত বিভিন্ন বছরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেলে প্রতিবেশী দেশ ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম ও নেদারল্যান্ডস থেকে বিদ্যুৎ আমদানি করে সে ঘাটতি পূরণ করত যুক্তরাজ্য। কিন্তু বর্তমানে এসব দেশেও একই সংকট শুরু হওয়ায় আসছে শীতে আর বিদ্যুৎ রপ্তানির অবস্থায় নেই যুক্তরাজ্যের প্রতিবেশীরা। নরওয়ে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, আগামী শীতে যুক্তরাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।
ব্রিটেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার এক ষষ্টাংশ ঘাটতি তৈরি হয়েছে এবং সামনের শীতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঘাটতি আরও বাড়বে। ফলে সরকারকে সামনের বছরের শুরু থেকে বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে বিদ্যুতের মূল্য, এবং লোডশেডিং।
বর্তমানে যুক্তরাজ্যে ৪-৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারকে বিদুৎ বিল বাবদ প্রতি বছর পরিশোধ করতে হয় ২ হাজার পাউন্ড বা তারও কিছু কম (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৩ হাজার ২৮০ টাকা)। কিন্তু সামনের বছর থেকে এই ব্যয়ের পরিমাণ ৪ হাজার ২০০ পাউন্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ইতিহাসে বিদ্যুতের দাম এই পরিমাণ বৃদ্ধির রেকর্ড নেই।
যুক্তরাজ্য সরকারের বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্পনীতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্লুমবার্গকে এ সম্পর্কে বলেন, ‘সংকট এমন ঘনীভূত হয়ে উঠবে, তা আমাদের চিন্তারও বাইরে ছিল। আসছে শীতে যেন বিদ্যুতের ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা যায়, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি’।
- হঠাৎ ট্রাম্পের বাড়িতে এফবিআই`র হানা, সিন্দুক ভাংচুর
- গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি পর ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
কোথায় কত বাড়লো বাস ভাড়া
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!