আতিকুল ইসলাম, কার্ডিফ (ওয়েলস)
কমিউনিটির সহযোগিতা কামনা
বৃটেনের কার্ডিফ বাংলা স্কুল খুলছে আগামী ৭ সেপ্টেম্বর
কার্ডিফে শাহ্জালাল বাংলা স্কুল কমিটির নেতাদের বৈঠক। ছবি- আই নিউজ
মাল্টিমিডিয়া, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার নতুন উদ্দমে চালু হচ্ছে আবার। নতুন কমিটির পক্ষ থেকে আগামী ৭ সেপ্টেম্বর থেকে স্কুলটি আবারও খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্ডিফের এই বাংলা স্কুল প্রতি শনিবার ও রোববার দুপুর ১১ টা থেকে ১ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন শাহ্জালাল বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।
রোববার (০১ সেপ্টেম্বর) কার্ডিফের স্থানীয় সময় দুপুর ১২টায় উল্লেখযোগ্য সংখ্যক প্যারেন্টসদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয় আগামী ৭ই সেপ্টেম্বর শনিবার থেকে বাংলা স্কুল পুনরায় চালু হচ্ছে।
শাহ্জালাল বাংলা স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আলী আকবরের সভাপতিত্বে মতামত ও নানা পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন মোহাম্মদ মকিস মনসুর, এস এ রহমান মধু, আনা মিয়া. আক্তারুজ্জামান কোরেশী নিপু, তৈমুছ আলী, আব্দুল মুমিন.দেওয়ান টুটুল চৌধুরী, খায়রুল ইসলাম, সুমন চৌধুরী, হাফিজ মিফতাউর রহমান কামিল, আতিকুল ইসলাম ও আসরাফ সিদ্দিকীসহ বাংলা স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শাহ্জালাল বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খাঁন লেনিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন শাহ্জালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। সভায় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও স্কুল পরিচালনায় কমিউনিটির সবার সার্বিক সহযোগীতা কামনা করেন কমিটির নেতারা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি