Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বৈচিত্র্য ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৯ আগস্ট ২০২০

উল্কা ফেটে যাওয়ার মহাজাগতিক দৃশ্য

ফাইল ছবি

ফাইল ছবি

হুট করেই মহাকাশে দেখা মিললো এক মহাজাগতিক দৃশ্যের। মেঘের মাঝ দিয়ে উড়ে যাচ্ছিল উল্কা, কিন্তু হঠাৎ করেই সেটি সজোরে ফেটে গেল আকাশেই। এই দৃশ্য তো সচরাচর দেখা যায় না।

নিউ মেক্সিকোর আকাশে এমন ঘটনায় মুগ্ধ হয়েছেন অনেকেই। আমেরিকান সংগীতশিল্পী অম্বর কফম্যান এই অলৌকিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অম্বর কফম্যান জানান, হঠাৎই তার নজরে পড়ে এমন উল্কার বিস্ফোরণ, যার থেকে আলোর দ্যুতি ছড়িয়ে পড়ে আকাশজুড়ে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না নিজের চোখকে!কোনো আতশবাজির রোশনাই বলে মনে হতে পারে তা দেখে। যা সত্যিই এক কথায় নয়নাভিরাম!

ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে উঠলে তাকে উল্কা বলা হয়। উল্কা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে।

আইনিউজ/এইচ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়