Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২১

শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

তৌহিদুল আলম প্রত্যয়

তৌহিদুল আলম প্রত্যয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী তৌহিদুল আলম প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে আখালিয়া নয়াবাজার সংলগ্ন স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬নং রুম থেকে প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানান জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা খান।

মৃত তৌহিদুল আলম প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, রাত আনুমানিক নয়টায় প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়