Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৬:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

সরকারি নির্দেশনা মোতাবেক সবধরণের পরীক্ষা: শাবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সরকারি নির্দেশনা মোতাবেক সবধরণের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আইনিউজকে তিনি বলেন, আমরা সরকারি একটা প্রজ্ঞাপন দেখেছি ১৭ মে থেকে হল খোলা হবে এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। কিন্তু প্রজ্ঞাপনটা এখনো আমাদের কাছে পৌঁছায়নি। প্রজ্ঞাপনটা আমাদের কাছে এসে পৌঁছালে আমরা সে অনুযায়ী হল খুলে দিবো এবং পরীক্ষা নিবো।

তিনি আরো বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা সরকারি নির্দেশনার বাইরে যেতে পারি না।

১ম ধাপের পরীক্ষার্থীদের মধ্যে কোন পরীক্ষা বাকি থাকলে, সেসব পরীক্ষার ক্ষেত্রেও সরকারি নিয়ম প্রযোজ্য হবে বলে জানান, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

জিএম ইমরান/শাবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়