Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৪ মে ২০২৩

প্রধানন্ত্রীকে হ ত্যা র হুমকি : শাবি শিক্ষক সমিতির নিন্দা

গেল রোববার (২১ মে) দেশব্যাপী মহানগর এবং জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তব্য প্রদানকালে চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বুধবার (২৪মে) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন ও সধারণ সম্পাদক অধ্যাপক ড.মাহবুবুল হাকিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে রাজশাহীর এক জনসভায় হত্যার হুমকি দেয়ায় অন্য ২৩-০৫-২০২৩ তারিখ দুপুর ১২.৩০ মি. শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

অনতিবিলম্বে হুমকিদাতাসহ তদন্ত করে সংশ্লিষ্ট জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবী জানাচ্ছে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়