Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

পুনরায় শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা

পুনরায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যকরী সংসদ-২০২৪ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৬ মার্চ সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শুরু হবে বিকাল সাড়ে ৪টায় । 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে খসড়া সংশোধন ও একই দিন বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

এবারের শিক্ষক সমিতির নির্বাচনে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিল এবং ওইদিন বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় । প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ বিকাল ৪টায়।  

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছিল। তফশিল অনুযায়ি ১৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। জাতীয় দ্বাদশ জাতীয় নির্বাচনের পরিস্থিতি বিবেচনায় তফশিল স্থগিত করেন নির্বাচন কমিশনার।  

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম আব্দুল মালেক , অধ্যাপক ড. মুহসিন আজিজ খান ও গনিত বিভাগের অধ্যাপক ড.হিমাদ্রী শেখর চক্রবর্তী।


 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়