বিনোদন প্রতিবেদক
আপডেট: ১৫:১৬, ১ জুন ২০২০
রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ

ছবি: সংগৃহীত
সম্প্রতি সুনামগঞ্জ এর দিরাইয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে বাউল রণেশ ঠাকুরের ঘর, গান ও ৪০ বছরের সংগ্রহের নানা বাদ্যযন্ত্র। সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে বাউল শফি মণ্ডলের কণ্ঠে ফকির লালন শাহ এর গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম আহমেদ। গানের শিরোনাম ‘দে রে খাই’।
গানটি গত ২১ মে প্রীতম আহমেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
গানটি প্রকাশের বিষয়ে আইনিউজকে প্রীতম বলেন, বাউল গানের সঙ্গে কোনকালেই কোন ধর্মের সংঘাত ছিলো না। বরং বাউল ও সাধকদের অনেক গানে আল্লাহ ও তার রাসুল অথবা ধর্মীয় নানা অনুষঙ্গের বর্ণনা করা হয়েছে। লালনের বিভিন্ন গানেও অনেকবার মহান আল্লাহ তথা সৃষ্টিকর্তাকে স্মরণ করার কথা বলা হয়েছে। তবুও কিছু মানুষ নানা সময়ে বাউল ও সাধকদের প্রতি বিরূপ ও বর্বর আচরণ করেন।
তিনি বলেন, সম্প্রতি সুনামগঞ্জ এর দিরাইয়ে, উজানধল গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে বাউল রণেশ ঠাকুরের ঘর,গান ও ৪০ বছরের সংগ্রহের নানা বাদ্যযন্ত্র। আমি আমার সঙ্গীত পরিচালনায় বাউল শফি মণ্ডলের কণ্ঠে ফকির লালন শাহ এর এই গানটি প্রকাশের মাধ্যমে এমন হীন মনোবৃত্তির তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি।
তিনি আরো বলেন, পৃথিবীর সকল ঝড়ই এক সময় থেমে যায়। শিল্পী ও সাধকের প্রতি নির্মম আচরণের এই কুৎসিত ঝড়ও একদিন ঠিকই থেমে যাবে। সকলের মঙ্গল হোক।
গানটি>>>
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ