বিনোদন ডেস্ক
আপডেট: ২৩:৩৭, ১২ জুন ২০২২
৪ মাস ধরে মৌসুমীকে বিরক্ত করছেন জায়েদ খান: ওমর সানী

ওমর সানী, মৌসুমী, জায়েদ খান
৪ মাস ধরে জায়েদ খান মৌসুমীকে বিরক্ত করছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানী। রোববার (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এক লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছেন ওমর সানী।
জানা গেছে, স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ ও ও তাকে বিরক্ত করায় গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন নায়ক ওমর সানী। বিপরীতে জায়েদ পিস্তল বের করে তাকে গুলির হুমকি দেন।
যদিও ঘটনাটি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এমন কিছুই সেদিন ঘটেনি। শত্রুতা করেই এসব রটানো হচ্ছে। যার ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘটনা সেই খল অভিনেতা ডিপজলও বিষয়টি অস্বীকার করেছেন।
রোববার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী লেখেন, ‘জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে অভিযোগ।'
আরও পড়ুন- পিস্তল ঠেকিয়ে ওমর সানীকে জায়েদ খানের হুমকি
ওমর সানী তার অভিযোগে আরও বলেন, ‘আমি ওমর সানি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এ ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছি।
তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু ওই বিষয়ের কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
অতএব আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা-পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ করছি।'
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়