Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ২ জুলাই ২০২২

দক্ষিণী সিনেমার হিরো বিজয় নগ্ন কেন?

পোস্টারটি ‘লাইগার’ সিনেমা এর। এর মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।  সিনেমার পোস্টারটিতে  প্রকাশের হইচই পড়েছে ভক্তদের মাঝে। কারণ পোস্টারে বিজয়কে নগ্ন অবস্থায় দেখা গেছে।

‘সিনেমাটিতে আমি সবকিছু দিয়েছি। পারফরম্যান্সের বিচারে মানসিক ও শারীরিক দিক থেকে এটি আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের ছিল। আমি তোমাকে সবকিছু দিয়েছি। শিগগির আসছি।’ টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার শেয়ার  করে কথাগুলো লিখেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। 

সিনেমায় তিনি একজন বক্সার। পোস্টারে তার হাতে বক্সিং গ্লাভস থাকলেও শরীরে একটা সুতাও নেই। সম্পূর্ণ নগ্ন বিজয়কেই পোস্টারে ফ্রেমবন্দি করা হয়েছে। তার হাতে শুধু একগুচ্ছ গোলাপ। সেটি দিয়েই লজ্জাস্থান ঢেকে রেখেছেন এই অভিনেতা। পাশাপশি পোস্টারে লেখা রয়েছে, শালা ক্রসব্রিড।

‘লাইগার’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। এই সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ