Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৪ আগস্ট ২০২০
আপডেট: ১৬:৫১, ১৪ আগস্ট ২০২০

ইবুপ্রোফেন করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ায় না: গবেষণা

ইবুপ্রোফেনের মতো ব্যথানাশক ওষুধ খেলে করোনা আক্রান্ত রোগী মৃত্যুঝুঁকি বাড়ে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। 

করোনা মহামারী শুরু হওয়ার পর ফ্রাঞ্চের স্বাস্থ্যমন্ত্রী এই ওষুধটির ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেন। কিন্তু আবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এখন বলছেন, ইব্রুপ্রোফেন নিয়ে এই শঙ্কা ভিত্তিহীন।

দ্য সান জানিয়েছে, ব্রিটেনের আটটি হাসপাতালের ১ হাজর ২২২ জন করোনা রোগীকে নিয়ে এই গবেষণাটি করা হয়। এদের মধ্যে ৫৪ জন আগের সমস্যার কারণ নিয়মিত নন-স্টেরয়েডাল প্রদাহজনক ওষুধ যেমন ইবুপ্রোফেন, নেপ্রোক্সেন এবং ডাইক্লোফেনাক ব্যবহার করেছেন।

এই রোগীদের মৃত্যুহার আর অন্য রোগীদের মৃত্যুহারে কোনো পার্থক্য দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ নেয়াদের মধ্যে মৃত্যুহার বরং একটু কম দেখা গেছে। তবে তারা সংখ্যায় কম হওয়ায় এই হিসাব বিবেচ্য নয়।

এই রোগীদের মৃত্যুহার আর অন্য রোগীদের মৃত্যুহারে কোনো পার্থক্য দেখা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ নেয়াদের মধ্যে মৃত্যুহার বরং একটু কম দেখা গেছে। তবে তারা সংখ্যায় কম হওয়ায় এই হিসাব বিবেচ্য নয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়