Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৮ জুন ২০২২
আপডেট: ২১:৫২, ১৮ জুন ২০২২

মৌলভীবাজারে হেলথ হেভেন হাসপাতালের যাত্রা শুরু

‘হেলথ হেভেন হাসপাতাল’ উদ্বোধন করেন নেছার আহমদ এমপি-সহ অতিথিরা।

‘হেলথ হেভেন হাসপাতাল’ উদ্বোধন করেন নেছার আহমদ এমপি-সহ অতিথিরা।

তৃণমূলের মানুষের মাঝে নিরবিচ্ছিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে ‘হেলথ হেভেন হাসপাতাল’ যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৭ জুন) এই হাসপাতালের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন প্রমুখ।
 
হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. হাদী হোসেন এবং তাঁর সহধর্মিনী বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. নাজনীন আক্তার।

ডা. হাদী হোসেন এবং ডা. নাজনীন আক্তার জানান- সর্বাধুনিক চিকিৎসা উপকরণ, নিজস্ব ফার্মেসী, পরিচ্ছন্ন পরিবেশ, ল্যাব এবং ক্যান্টিন সুবিধা নিয়ে রোগীদের জন্য ন্যায্যমূল্যে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালটি যাত্রা শুরু করেছে। 

প্রাইভেট এই হাসপাতালটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীণ রাজনীতিবিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. শাব্বির হোসেন খান ও সাধারণ সম্পাদক ডা. শাহজাহান কবির চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডা. সুধাকর কৈরী, ডা. বিশ্বজিৎ ভৌমিক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারের সভাপতি ডা. দিলশাদ পারভিন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অ্যানেশথিয়াসিস্ট ডা. দীপু রশীদ, ডা. রোকশানা ওয়াহিদ রাহি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মৌলভীবাজারের ব্যবস্থাপক আশরাফ আলম বাবর, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশফাক আলম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান ওয়াহিদ সৈকতসহ চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্টজনেরা। 

হেলথ হেভেন হাসপাতাল

উদ্যোক্তারা জানান, গতানুগতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান না হয়ে এই অঞ্চলের মানুষের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের অভিপ্রায়ে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি চিকিৎসক পরিবারের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সততার পরিচায়ক হয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য ‘হেলথ হেভেন হাসপাতাল’-এর চিকিৎসা সেবায় রয়েছেন একই পরিবারের পাঁচজন চিকিৎসক। তারা হলেন- সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. হাদী হোসেন এবং তারঁ স্ত্রী বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. নাজনীন আক্তার, ছেলে ডা. নাসিফ হোসেন, পুত্রবধু ডা. নিশাত তাসনিম খান এবং মেয়ে ডা. ইসমাম হোসেন সেবা।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে

চড়ক পূজা || Charak Puja Bangladesh || Traditional folk festival Hinduism-Subcontinent || Eye News

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়