Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৮ আগস্ট ২০২২
আপডেট: ২১:৫৭, ৮ আগস্ট ২০২২

দেশে করোনা শনাক্তের হার ৫ দশমিকের নিচে, ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১১ শতাংশ। আজ সোমবার (৮আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৬ জন। আগের দিন ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১৬ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

কিভাবে ঘরে স্বাস্থ্যকর রান্না করবেন? ।। How to cook healthy at home ।। EYE NEWS

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

মিশরে খুলে দেয়া হলো ৩০০০ বছরের প্রাচীন রাজপথ, এলেন ফেরাউন-ফারাও সম্রাট

 

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়