Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:২৯, ২০ ডিসেম্বর ২০২১

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্কিটো সিম চালু

কারিগরি ত্রুটির কারণে ২৪ ঘন্টা স্কিটো সিমের সেবা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) স্কিটো সিমরে ভেরিফাইড পেইজের পোস্ট দিয়ে তথ্য নিশ্চিত করছে কর্তৃপক্ষ।

সেই পোস্টে বলা হয়েছে, ইতিমধ্যে skitto এর সকল সেবাসমূহ active হয়েছে।  আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গত (১৮ নভেম্বর) স্কিটো সিমের ভেরিফাইড পেইজে পোস্ট দিয়ে জানায়, প্রিয় গ্রাহক, কারিগরি ত্রূটির জন্য কিছু skitto services ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে পারেন। ইতোমধ্যেই internet data, voice ও SMS সেবা পুনরায় চালু হয়েছে এবং কিছু সমস্যার দ্রুত সমাধানের জন্যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে স্কিটো কর্তৃপক্ষ।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

Green Tea
সর্বশেষ