Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ২২:৩০, ২৮ নভেম্বর ২০২১

‘লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে নেই চিকিৎসা’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। দেশে চিকিৎসার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে, এবার বাকি যে চিকিৎসা প্রয়োজন সেটা বিদেশে ইউরোপ-আমেরিকায় করাতে হবে। আশেপাশের প্রতিবেশি দেশেও নেই লিভার সিরোসিস চিকিৎসা।

রোববার (২৮ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী এসব জানান।

তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে যেকোনও সময় খারাপ হতে পারে। তার শারীরিক ঝুঁকি সর্বোচ্চ। যেকোন সময় বিপদ হতে পারে।

ডা. এ এফ এম সিদ্দিকী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করায় হিমোগ্লোবিন ড্রপ করেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারের সমস্যার কথা বিবেচনা করে ভর্তি করানো হয়। রাত ৯টা ২০ মিনিটে খালেদা জিয়া রক্ত বমি করেন। প্রেসারের সমস্যা দেখা দেয়। খাদ্যনালি দিয়ে ব্লিডিং হতে থাকে। আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করি। ব্লিডিং বন্ধ করতে সক্ষম হই। এ সময় রক্ত দিতে না পারলে হার্ট ফেল করতে পারত। কারণ তিনি ডায়াবেটিস ও হার্টের রোগী।

তবে গত ১৭ নভেম্বর আবার খাদ্যনালি দিয়ে ব্লিডিং হয়। আবারও হিমোগ্লোবিন নেমে আসে। এর আগে ১২ নভেম্বর উনার হিমোগ্লোবিন ৫ দশমিক ৫ এ নেমে আসে। ২১ নভেম্বর ব্লিডিং বন্ধ হয়। অন্তত ভয়ের কথা হলো ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়ার আবারও ব্লিডিং শুরু হয়। প্রেসার বেড়ে যায়, টয়লেট দিয়ে ব্লাড যায়। রক্তের কালার চেঞ্জ হয়ে যায়। কালো ও ফ্রেশ ব্লাড আসা শুরু করে। ২৪ নভেম্বর রাতে খালেদা জিয়াকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। আবার ব্লাড দেওয়া হয়, এন্ডোসকপি-কোলনোস্কপি করা হয়। এবার ব্লাড নিচের দিক থেকে আসে। উনার পুরো কোলন রক্ত জমে কালো হয়ে আছে। এখন ম্যাডাম খুবই ক্রিটিকাল পরিস্থিতিতে আছে। এখন সুনির্দিষ্ট কিছু করতে হবে।

এই চিকিৎসক বলেন, এখন তার চিকিৎসার একটা উপায় আছে। যদি আপনি রোগীর জীবন বাঁচাতে চান, তাহলে তার জন্য প্রয়োজন টিপস (TIPS) অর্থাৎ যে প্রেসারে ভ্যাসেলটা ছিঁড়ে ফেলে তার জন্য বাইপাস একটা চ্যানেল করা দেওয়া। এই টেকনোলজিটা বাংলাদেশে নেই, এই স্ট্যান্ট পরানো সুক্ষ একটা হাতের কাজ। এই সাব-কন্টিনেন্টালেও নেই। সিঙ্গাপুর ব্যাংককেও নেই। হাতে গোনা একটা দুইটা সেন্টার করে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টার মধ্যে ম্যাডামের ব্লিডিং হয়নি। ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তবে রি-ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট উইকে ৫০ শতাংশ, এর পরের উইকে ৭০ শতাংশ ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসক আরও জানান, ম্যাডামের মনোবল শক্ত আছে তবে আমরা অনেকটা হেলপলেস অবস্থায় আছি। তার পরিবারকে জানিয়েছি, আপনারা একটা অ্যারেঞ্জ করেন। কারণ পরবর্তীতে তাকে মুভ করার মতো শারীরিক পরিস্থিতি নাও থাকতে পারে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

নির্বাচন এখন কবরে : রুমিন ফারহানা

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়