Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ২৬ নভেম্বর ২০২১

খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক : গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবিতে বিএনপির বেশি জোর দেওয়া উচিত। তিনি বলেন, খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক, সরকার পতনের আন্দোলন করা হোক।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত ছাত্র যুব ফোরামের এক সমাবেশে এ মন্তব্য করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 

খালেদা জিয়ার ভাগ্যে যা ঘটার ঘটুক। আল্লাহ যদি তাকে রহম করেন তাহলে তিনি জনগণের জন্য বেঁচে থাকবেন। সুতরাং আমার কাছে মনে হয়, খালেদা জিয়ার চিকিৎসার দাবি চেয়ে সরকার পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, 

দিনক্ষণ দেখে কখনও কোনো বিস্ফোরণ ঘটে না। জনগণের আন্দোলন রিমোট কন্ট্রোলে চলে না। জন বিস্ফোরণের রিমোট কারও হাতে থাকে না। সেই কারণে বলছি, আপনারা প্রস্তুত থাকুন আর আমরাও প্রস্তুত থাকব।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, শক্ত কর্মসূচি বলতে কোনো কর্মসূচি নাই। রাজনীতির ভাষায় কঠোর কর্মসূচি বলতে কোনো ডেফিনেশন নাই। আপনি যখন বাস্তবায়ন করবেন, তখন সেটা কঠোর করবেন না কি করবেন- সেটা আপনার বিষয়।

খালেদার চিকিৎসার জন্য সরকারকে বলে আর ‘লাভ নেই’ মন্তব্য করেন তিনি। বলেন-

পৃথিবীর এমন কোনো দৃষ্টান্ত ইতোপূর্বে আছে যে, চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি করতে হয়? নাই। এখন বুঝতে হবে কী রকম এই সরকার।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা না হলে তারাও বিদেশে চিকিৎসা না নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমাদের মনস্থির করা দরকার, আমরা যারা বিদেশে চিকিৎসা নিতে অভ্যস্ত- তাদের প্রতিজ্ঞা করা দরকার, আমার নেত্রী যদি বিদেশে চিকিৎসা নিতে না পারেন তাহলে আমরাও বিদেশে চিকিৎসা নেব না।

আইনিউজ/এসডি

 

আইনিউজ ভিডিও

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়