Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ২৭ জানুয়ারি ২০২৬

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশাসনে বড় পরিসরে পদোন্নতি দিয়েছে সরকার। ১১৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে যদি কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, সে ক্ষেত্রে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এই আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে ([email protected]) যোগদানপত্র পাঠাতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়