Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:০১, ২৮ নভেম্বর ২০২১

কুমিল্লায় কেন্দ্র দখলের চেষ্টা, প্রিসাইডিং কর্মকর্তা-এসআইকে ছুরিকাঘাত

কুমিল্লার বরুড়ার একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন- বড়লেখায় ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল! 

জানা গেছে, রোবিবার বেলা ১১টায় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সারোয়ারের বাম হাতে ছুরিকাঘাত এবং আবু হানিফের কোমরে রাম দা দিয়ে কোপ দেয়। এ সময় এসআইয়ের পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেটা কেন্দ্রের পাশে ফেলে যায়। 

গোলাম সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এসআই আবু হানিফকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-  কুলাউড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক সদস্যসহ প্রিসাইডিং কর্মকর্তা আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়