আই নিউজ ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি যুবকের মৃ-ত্যু
ইসরায়েলি হামলায় নিহত লেবানন প্রবাসী বাংলাদেশি। ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যের লেবাননে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩২ বছর।
শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিজামের বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে নিজামের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।
নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে এসেছিলেন। মিজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মরদেহ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বিকেলে তিনি একটি কফি শপে অপেক্ষা করছিলেন।
দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মরহুম মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের