Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে শিকারির বাড়ি থেকে পাখিসহ সরঞ্জাম উদ্ধার

পাখি শিকারির বাড়ি থেকে উদ্ধার করা পাখি ও শিকারের সরঞ্জাম। ছবি- আই নিউজ

পাখি শিকারির বাড়ি থেকে উদ্ধার করা পাখি ও শিকারের সরঞ্জাম। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে এক পাখি শিকারির বাড়ি থেকে তিনটি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার সরঞ্জাম জব্দ করা হয় শিকারির বাড়ি থেকে। 

আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর) সকালে উপজেলার লামুয়া এলাকায় এই অভিযান চালান বন বিভাগ। অভিযানে লামুয়া এলাকার পাখি শিকারি হারিস মিয়ার বাড়ি থেকে একটি শালিক, বক ও ঘুঘু পাখি উদ্ধার করা হয়। তবে, এ সময় পাখি শিকারি হারিস মিয়া বাড়িতে ছিলেন না।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, তাঁদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যান। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে পাখি শিকারি হারিস মিয়ার বাড়ি থেকে তিনটি পাখি (শালিক, ঘুঘু ও বক) উদ্ধার করা হয়েছে। 

এ সময় পাখির খাঁচা এবং হারিসের বাড়ি থেকে একটু দূরের ঝোপঝাড় থেকে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। 

উল্লেখ্য, শীতে মৌসুমে এই অঞ্চলে পাখির আনাগোনা বেড়ে যাওয়া শিকারিরা ফাঁদ পেতে পাখি শিকার করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়