Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ জুন ২০২১
আপডেট: ১৮:৪১, ১৮ জুন ২০২১

ডিপিএল খেলা হবে না তামিমেরও

তামিম ইকবাল

তামিম ইকবাল

স্ত্রী-সন্তানদের সময় দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাকিব আল হাসান। এবার জানা গেলো প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগ খেলা হবে না আরেক ক্রিকেটার তামিম ইকবালের। 

ডিপিএলে ১১ ইনিংসে একটি ফিফটিসহ ১১৩.৭৫ স্ট্রাইক রেটে ৩০৬ রান করেছেন তামিম। তার ব্যাটিং গড় ২৭.৮১ রান। অবশ্য ইচ্ছাকৃতভাবে বা পরিবারকে সময় দিতে ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি তামিম।

বৃহস্পতিবার খেলাঘরের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। এ কারণে ডিপিএল ছাড়ছেন তিনি।

এ ছাড়া ডিপিএল শেষেই ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা। ওই সফর সামনে রেখে ঝুঁকি নিতে চাননি জাতীয় দলের অধিনায়ক তামিম। তামিমকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে বাসায় চলে গেছেন তিনি। অর্থাৎ ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর মাঠে দেখা যাবে না তাকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডান হাঁটুতে ব্যথা নিয়ে খেলছিলেন তিনি। সেটি গুরুতর হয়ে পড়ায় ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম নিজেই।

তামিমের ইনজুরি কতটা গুরুতর তা জানেন না বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বললেন, আমি এখনও তার ইনজুরি চেকআউট করিনি। তামিম জানিয়েছে, হাঁটুতে ব্যথা অনুভব করছে সে। তাকে দেখার পর বলতে পারব ইনজুরি কতটা গুরুতর।

অবশ্য এ বিষয়ে আশাব্যঞ্জক জবাব এলো তামিমের কাছ থেকেই। চোটটা পুরনো বলে জানিয়েছেন তিনি। 

সাংবাদিকদের তামিম বলেন, ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়ে কয়েকটা ম্যাচ খেলেছি। এখন খেলা কঠিন হয়ে গেছে। চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। কয়েক দিন বিশ্রামের পর রিহ্যাব শুরু হবে। আশা করছি জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারব।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়