Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:৫৯, ১৩ জুন ২০২৪

ইংল্যান্ড বনাম ওমান লাইভ স্কোর

আজকে আরেকটি দুর্দান্ত দুটি দলের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ইংল্যান্ড বনাম ওমান খেলাটি অনুষ্ঠিত হবে রাত একটা থেকে। যে সকল বাংলাদেশী দর্শকরা এই খেলা উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্রতিবেদন থেকে দেখে নিতে পারেন লাইভ স্কোর সরাসরি। 

ইংল্যান্ডের খেলোয়াড়দের তালিকা 

প্রত্যেকবারে ইংল্যান্ডে থাকে দুর্দান্ত সকল পারফরম্যান্সের খেলোয়ারেরা। প্রতিবারের মতো এবারও থাকছে তাদের টি-টোয়েন্টি ম্যাচের সকল স্কোয়াডের প্লেয়াররা। চলো নিচে থেকে আমরা এই স্কোয়াডের তালিকা দেখে নিই সম্পূর্ণভাবে। 

বেন ডাকেট
বাম হাতি ব্যাটসম্যান

হ্যারি ব্রুক
ডান হাতি ব্যাটসম্যান

জনি বেয়ারস্টো
ডান হাতি ব্যাটসম্যান

লিয়াম লিভিংস্টোন
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

মঈন আলী
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

রিস টপলি
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

স্যাম কারেন
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

উইল জ্যাকস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

জস বাটলার
ডান হাতি ব্যাটসম্যান

ফিল সল্ট
ডান হাতি ব্যাটসম্যান

আদিল রশিদ
লেগ স্পিন ডান হাতি বোলার

ক্রিস জর্দান
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

জফ্রা আর্চার
ফাস্ট ডান হাতি বোলার

মার্ক উড
ফাস্ট ডান হাতি বোলার

টম হার্টলি
অফ স্পিন বাম হাতি বোলার

ওমানের খেলোয়াড়দের তালিকা 

এ দলটিতেও রয়েছে বেশ অভিজ্ঞতা সম্পন্ন এবং দুর্দান্ত সকল খেলোয়াড়েরা। চলুন এখন আমরা নিচে থেকে এই দলের খেলোয়ারদের তালিকা এবং স্কোয়াড সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেখে নেই।

যতীন্দার সিং
ডান হাতি ব্যাটসম্যান

কাশ্যপ কুমার হরিশভাই
ডান হাতি ব্যাটসম্যান

খালিদ কাইল
ডান হাতি ব্যাটসম্যান

শোয়েব খান
ডান হাতি ব্যাটসম্যান

অকিব ইলিয়াস
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

আয়ান খান
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

মোহাম্মদ নাদীম
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

সুফিয়ান মেহমুদ
মিডিয়াম পেস ডান হাতি বোলার

জিসান মাকসুদ
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

নাসীম খুশি
ডান হাতি ব্যাটসম্যান

প্রতিক আথাভ্যাল
ডান হাতি ব্যাটসম্যান

বিলাল খান
ফাস্ট মিডিয়াম বাম হাতি বোলার

ফায়াজ বাট
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

জে ওদেদ্রা
অফ স্পিন ডান হাতি বোলার

কালীমুল্লাহ
মিডিয়াম পেস ডান হাতি বোলার

মেহরান খান
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

রফিউল্লাহ এম
মিডিয়াম পেস ডান হাতি বোলার

সামে শ্রীবাস্তব
লেগ স্পিন ডান হাতি বোলার

শাকিল আহমেদ
অফ স্পিন বাম হাতি বোলার

ইংল্যান্ড বনাম ওমান লাইভ স্কোর

বাংলাদেশ সময় অনুসারে রাত একটা থেকে এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে। আর আইন নিউজ থেকে প্রত্যেক বলে বলে এবং প্রত্যেক ওভারে আপনারা দেখতে পারবেন স্কোরের আপডেটগুলো। এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পারছেন লাইভ এনালাইসিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো। ভাই আপনাদের এই পরিসংখ্যান জানা থাকে তাহলে অবশ্যই আপনারা খেলা দেখে সুবিধা উপভোগ করতে পারবেন। 

এখন আমরা বিগত ম্যাচগুলোর পরিসংখ্যান সম্পর্কে জানব। এর আগে যতগুলো ম্যাচ খেলেছে একে অপরের বিপক্ষে। তোমাকে বেশি সংখ্যক জয়লাভ করতে পেরেছে ইংল্যান্ড। কম সংখ্যক বাড়ি জয় লাভ করতে পেরেছে ওমান। তবে সাম্প্রতিক সময়ে ওমানের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সে অনুসারে বেশ হাটাহাটি ভাবে অনুষ্ঠিত হবে আজকের এই ম্যাচ। অর্থাৎ তুমি কত মেসেজ তুলনায় আজকে এই ম্যাচটি হবে অনেক জোড়ালো।

আপনারা দেখছেন ইংল্যান্ড বনাম ওমান লাইভ স্কোর খেলা। এরকম আরো অন্যান্য ম্যাচের লাইভ খেলা উপভোগ করার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়