Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৭, ২ সেপ্টেম্বর ২০২১

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান মারা গেছেন

অ্যাডভোকেট লুৎফুর রহমান

অ্যাডভোকেট লুৎফুর রহমান

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান মারা গেছেন। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুইদিন আগে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়