Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ২১ জুন ২০২৩
আপডেট: ১৭:০৭, ২১ জুন ২০২৩

সিলেটে সাত মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজন ভোট নিয়ে সন্তুষ্ট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মো. নজরুল ইসলাম (বাবুল) ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. ছালাহ উদ্দিন (রিমন) ছাড়া বাকি পাঁচ মেয়রপ্রার্থী ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, বেলা দুইটা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। ভোট নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সকাল সোয়া আটটার দিকে ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী নগরের আনন্দ নিকেতন কেন্দ্রে দেওয়ার পর অভিযোগ করেন, সিলেটে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই নেই।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি এমন বক্তব্যের পর প্রতিদ্বন্দ্বিতায় থাকা অপর পাঁচ মেয়রপ্রার্থীর সঙ্গে প্রথম আলো কথা বলেছে। তাঁদের মধ্যে একজন ছাড়া অন্যরা সুষ্ঠু ভোট হচ্ছে বলে জানিয়েছেন। তাঁদের ভাষ্য, বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন দুপুর ১২টার দিকে ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘আর্থিকভাবে দুর্বল থাকার কারণে এজেন্ট দিতে পারিনি। তবে প্রার্থী হিসেবে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গেলেও আমাকে আটকে দেওয়া হয়েছে। বিকেলে নির্বাচন বর্জনেরও ঘোষণা দিতে পারি। ভোট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে মনে।’

সকাল সাড়ে আটটার দিকে ২১ নম্বর ওয়ার্ডের চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ (কুটু)। বেলা পৌনে দুইটার দিকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হয়েছে।’ সকাল সাড়ে ১০টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম। তিনি বলেন, ‘সুন্দর ও সুষ্ঠু ভোট হচ্ছে।’

৬ নম্বর ওয়ার্ডের আনোয়ারা-মতিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তিনি বলেন, ‘ইভিএমে অনভ্যস্ততার কারণে সময় নষ্ট হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের গন্ডগোল হয়নি। ভোটার উপস্থিতি কম থাকলেও ভোট সুষ্ঠু হচ্ছে।’ অন্যদিকে বেলা দুইটার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু ভোট হচ্ছে। কোনো সমস্যা নেই।’

আজ বুধবার সিলেট সিটি করপোরেশনে পঞ্চমবারের মতো ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া এ ভোট বিকেল চারটা পর্যন্ত চলবে। নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন প্রার্থী থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান বরিশাল সিটি নির্বাচনে দলের প্রার্থীর ওপর হামলার ঘটনায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ