Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ জুন ২০২৩

শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় এক হাজার গাছ রোপন 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় এক হাজার গাছের ছারা রোপন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ( ২৪ জুন ) সকাল ১১ ঘটিকায় ভানুগাছ রোডস্থ টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ফিনলেভাড়াউরা টি ডিভিশনের ডিজিএম শিবলী, জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা প্রমোত রজ্ঞন দেব, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় শহরের ভানুগাছ রোডের দুপাশে এক হাজার গাছ রোপন করা হবে এবং প্রত্যেকটি গাছে একজন করে শিক্ষার্থীর ও বিদ্যালয়ের নাম উল্লেখ করে সাইনবোর্ডে লাগানো থাকবে, যেগুলোর পরিচর্যা করবে ওই শিক্ষার্থী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ