Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট

প্রকাশিত: ২০:১৩, ২৬ মার্চ ২০২৪
আপডেট: ২০:১৯, ২৬ মার্চ ২০২৪

চুনারুঘাটে কলা খাওয়ায় ছাগলকে হ ত্যা: কলা ব্যাবসায়ী আটক

পুলিশের হাতে আটক ছাগলের খু নি বিলাল মিয়া (ইনডেক্সে)। ছবি- আই নিউজ

পুলিশের হাতে আটক ছাগলের খু নি বিলাল মিয়া (ইনডেক্সে)। ছবি- আই নিউজ

হবিগঞ্জের চুনারুঘাটে কলা খাওয়ার অপরাধে ছাগলকে মেরে ফেলায় বিলাল মিয়া নামের এক কলা ব্যাবসায়ীকে আ ট ক করেছে চুনারুঘাট থানা পুলিশ। 

আ ট ক কৃ ত কলা ব্যাবসায়ী বিলাল মিয়া উপজেলার পশ্চিম রানীগাও গ্রামের মৃ ত কনা মিয়ার পুত্র। 

চুনারুঘাট থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার রানীগাও বাজারে একটি ছাগল বিলাল মিয়ার দোকান থেকে একটি কলা খেয়ে ফেলে। বিলাল মিয়া সাথে সাথে ছাগলটি ধরে আ ছা ড় দিয়ে মে রে ফেলেন। ঘটনার পর পরেই ছাগলের দুটি বাচ্চা মৃ ত মায়ের দুগ্ধ পান করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তেই ভাইরাল হয়ে যায়। 

ঘটনাটি ছাগলের মালিক শামছু মিয়া রানীগাও বাজার কমিটিকে জানালে তা জরিমানার মাধ্যমে সমাধান হয়। কিন্তু হৃদয় বিদারক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসন ও চুনারুঘাট থানা পুলিশের নজরে আসলে সোমবার রাতেই বিলাল মিয়াকে (৩৫) তার বাড়ি থেকে চুনারুঘাট থানা পুলিশ আ ট ক করে।  

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে উধ্বতন কতৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত বিলালকে আটক করে। 

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর মামলা দিয়ে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়