Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হবিগঞ্জ (চুনারুঘাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ২৭ মার্চ ২০২৪

হবিগঞ্জে গণধোলাইয়ে ডাকাত সর্দার নি হ ত 

জনতার হাতে ধরা পড়া অপর ডাকাতকে পুলিশে সোর্পদ। ছবি- সংগৃহীত

জনতার হাতে ধরা পড়া অপর ডাকাতকে পুলিশে সোর্পদ। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় গণধোলাইয়ে এক ডাকাত সর্দার নি হ ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও জনতা ধাওয়া দিয়ে আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে ঘটনাটি ঘটে। 

গণধোলাইয়ে নি হ ত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে বলে জানা যায়।

এই ঘটনার বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত অনুমান ১২টার পরে উল্লেখিত স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এই ঘটনাটি জানতে পেরে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে ডাকাত সর্দার হিরাজ মিয়াকে আটক করে গণপিটুনি দিলে আ হ ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় জনতার ধাওয়া খেয়ে অন্যান্য ডাকাতরা এদিক-বেদিকে পালানোর সময় আব্বাস নামের আরেক ডাকাত আটক হয় জনতার হাতে। পরে ডাকাত আব্বাসকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

ওসি আরো জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃ ত্যু হয়। এদিকে নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা ছিলো বলে জানান।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়