নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
আপডেট: ১৯:২৯, ১৬ মে ২০২৪
জলবায়ু পরিবর্তনের কারণে আদিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক সভা
ছবি- আই নিউজ
জলবায়ু পরিবর্তনের কারনে আদিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক কমিউনিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গার গাইরিং পাড়ায় কমিনিউনিটি সেমিনার গ্লোবাল গ্রীন গ্রান্টসের সহযোগীতায় কাপেং ফাউন্ডেশন ও বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. ডাডলি ডেরিক প্রেন্টিস।
কাপেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জল আজিমের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী নেত্রী ফ্লোরা বাবলি তালাং, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সদস্য জনক দেববর্মা, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারন সম্পাদক অ্যাড.আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, ১নং গাজীপুর ইউপি সদস্য মো. ছালেক মিয়া, ত্রিপুরা কল্যান সংসদ সিলেট বিভাগের সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা, সাধারন সম্পাদক সুনীল দেববর্মা, নারী সদস্য মায়া দেববর্মা আদিবাসী নেতা এলিসন সুঙ, চা শ্রমিক নেতা স্বপন কুর্মী, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ।
জলবায়ু পরিবর্তনে সচেতনতামুলক সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, বিগত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন ও এর সম্ভাব্য প্রভাবে বাংলাদেশকে এখন আর ছয় ঋতুর দেশ বলা যাবে না। জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ও ভবিষ্যতে এর আওতা আরও বাড়বে। অদূর ভবিষ্যতে কেবল প্রাণ প্রকৃতি নয়,জলবায়ু পরিবর্তন আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে বদলে দিবে। এটি একটি বৈশ্বিক সমস্যা। এই জলবায়ু পরিবর্তনের বড় একটি প্রভাব পড়েছে প্রকৃতির উপর। তাই কখনো অতি বৃষ্টি হচ্ছে আবার কখনো তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য দায়ী মানুষ।
তারা আরও বলেন, প্রতিনিয়ত বন উজাড়, গাছপালা, টিলা কাটা হচ্ছে। জলবায়ু পরিবর্তন কোনো আঞ্চলিক বা দেশীয় সমস্যা না। সারা বিশ্ব এই সমস্যার সম্মুক্ষিণ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে কাজ করে এর সমাধান করতে পারবে না। এ ব্যাপারে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। উক্ত সেমিনারে কালেঙ্গার বিভিন্ন ত্রিপুরা পল্লী থেকে ৫০ জন নারী পুরুষ অংশগ্রহণ করে।
উল্লেখ, সভার শুরুতে সম্প্রতি কালেঙ্গার গাইরিং পাড়ার দুষ্কৃতিকারীদের হাতে নির্যাতিত দরিদ্র ত্রিপুরা আদিবাসী নারী সুকুরানী দেববর্মা(৩০) ও তার স্বামীর কাছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিডিএস ও ত্রিপুরা কল্যান সংসদ সিলেট বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নগদ ১৮ হাজার টাকা তাদের হাতে তুলে দেন অতিথিরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’