Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ১১ জুন ২০২৪

নবীগঞ্জে ক্রেতায় সরগরম কুরবানির পশুর হাট 

নবীগঞ্জে পশু কোরবানি চাহিদা প্রায় সাড়ে ১৩ হাজার।

নবীগঞ্জে পশু কোরবানি চাহিদা প্রায় সাড়ে ১৩ হাজার।

মুসলিম উম্মাহর দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার বাকি আর মাত্র ৬ দিন। ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ কুরবানির। কুরবানিকে ঘিরে নবীগঞ্জ উপজেলা জুড়ে জমে উঠেছে জমজমাট কোরবানির পশুর হাট। 

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর,দিনারপরের জনতার বাজার, ইনাতগঞ্জ সৈয়দপুর বাজার, নতুন বাজার, আউশকান্দি, কাজিগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বসতে শুরু করছে পশুর হাটগুলো। হাটগুলো ক্রেতাদের পদচারণায় সরগরম থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় অনেক ক্রেতাই দাম কমার অপেক্ষা করছেন। তবে, দুই একদিনের মধ্যে ক্রেতারা কোরবানির পশু কিনতে শুরু করবেন বলে মনে করছেন হাটে পশু বিক্রি করতে আসা ব্যবসায়ীরা। 

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে পশুর হাটে ঘুরে কিছু ক্রেতার সঙ্গে আলাপ করে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা বেশি। ফলে, লোক সমাগম অনেক হলেও বেচা বিক্রি জমে উঠেনি বলে জানালেন একাধিক বিক্রেতারা। ঈদ যত কাছে আসছে পশুর হাটের ভিড় ও আস্তে আস্তে বেড়েই চলছে। শেষ মুহুর্তে আরো বেশি ভিড় বাড়বে এবং রাতব্যাপী পর্যন্ত বেচা-কেনা চলবে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা ও গরুর বাজার কর্তৃপক্ষ। 

বাজারে গরুর দাম বেশি থাকায় অনেক বিক্রেতাকে ও তাদের আমদানিকৃত গরু বিক্রি না করে ফিরিয়ে বাড়িতে নিয়ে যেতেও দেখা গেছে।

নবীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, নবীগঞ্জে পশু কোরবানি চাহিদা প্রায় সাড়ে ১৩ হাজার। লালন পালন হয়েছে সাড়ে ১৬ হাজারের বেশি পশু রয়েছে। ক্রেতারা গরু কিনতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়