Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪২, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ২২:০০, ১৬ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা (ভিডিও)

মৌলভীবাজার শহরের অবৈধ গাড়ি, বৈধ কাগজপত্র নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, কাগজপত্রহীন অন-টেস্ট গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। 

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের চৌমহনা পয়েন্ট, কুসুমবাগ এলাকা, ওয়াপদা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান করা হয়। অভিযান পরিচালনা করে অবৈধ গাড়ী, কাগজ পত্রহীন অন-টেস্ট গাড়ি, সিএনজি চালিত টমটম, মোটরসাইকেলসহ ৬০টি গাড়ি জব্দ ও ১৭টি মামলা করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অবৈধ গাড়ি, বৈধ কাগজ পত্র নেই, কাগজপত্রহীন অন-টেস্ট গাড়ি চলাচল করতে পারবে না। কাগজপত্রহীন অন-টেস্ট গাড়িগুলো জব্দ করা হবে এবং তাদের আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না অভিযান অব্যাহত থাকবে। মৌলভীবাজার শহরকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই।

আরও বিস্তারিত ভিডিওতে-

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

মৌলভীবাজারে আইনিউজের ভিডিও

মৌলভীবাজারে জিহাদী বইসহ ছাত্রশিবির মাদরাসা কমিটির সভাপতি-সম্পাদক আটক

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

দুর্গাপূজার সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মো. শাহাব উদ্দিন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়