এ.জে লাভলু, বড়লেখা
আপডেট: ১৫:৫৮, ২ জানুয়ারি ২০২২
দেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা (২০১৯-২০২০) মনোনীত হয়েছেন। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তিতে মানুষের ভোগান্তি দূর করতে ডিজিটাল পদ্ধতিতে বড়লেখায় প্রথম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। স্বল্প সময়ে নির্ভুলভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ায় এই পদ্ধতিতে ২০২১ সালের অক্টোবর থেকে বড়লেখায় ঘরে বসে বিকাশের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ হাজার ৫২৮ জন উপকারভোগী ভাতা পাচ্ছেন। এরমধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠেীর বিশেষ ও শিক্ষা উপবৃত্তি উল্লেখযোগ্য। এতে উপকারভোগীদের ভোগান্তি কমেছে। সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করায় বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে পুরস্কারের জন্য শ্রেষ্ঠ মনোনীত করা হয়।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এটা কর্মক্ষেত্রে ভালো কাজ করতে আরও প্রেরণা জোগাবে। সবচেয়ে ভালো লাগছে সফলভাবে কাজটি করতে পারায়। মানুষ ভোগান্তি ছাড়াই ঘরে বসে ভাতা পাচ্ছেন, এটা তৃপ্তির বিষয়। এই সফলতার পেছনে যাদের সার্বিক সহযোগিতা তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে স্থানীয় সাংসদ ও পরিবেশ মন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলার উপ পরিচালক, তৎকালীন ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং আমার কার্যালয়ের স্টাফদের সহযোগিতায় যথাযথভাবে কাজটি সম্পন্ন হয়েছে। তাই এই অর্জন সকলের।’
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার