Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৩৭, ৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩৮, ৬ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ, দিনের বেলা যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে

দেশের অন্যতম শীতপ্রবণ অঞ্চল মৌলভীবাজারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েক দিন ধরে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় মৌলভীবাজার জেলা। সকালের দিকে রাস্তায় যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে। 

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (৫ জানুয়ারি) ছিলো ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষন কর্মকর্তা মাসুম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা

বিকেল হওয়ার সাথে সাথে মৌলভীবাজারে পাল্লা দিয়ে বাড়ে শীতের তীব্রতা। এ অবস্থা চলে সকাল পর্যন্ত। তবে দিনের বেলা রোদের প্রখরতা বাড়ে।

শহর থেকে গ্রামে শীতের মাত্রা বেশি। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ছিন্নমূল ও দিনমজুর মানুষ পড়েছেন ভোগান্তিতে। হাওরাঞ্চল, চা-বাগান ও পাহাড়ি এলাকায় কৃষক ও শ্রমজীবি মানুষের কষ্টের মাত্রাটা বেশি।

আরও পড়ুন- তিন চাকার প্যাডেলেই চলেছে জীবন

শীতজনিত রোগে প্রতিদিন মৌলভীবাজার সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, জেলায় ৩৪ হাজার কম্বল ও নগদ ৩ লাখ টাকা শীতার্ত মানুষের মধ্যে ৭টি উপজেলায় বিতরণ করা হচ্ছে। আরো কম্বল ও নগদ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়