Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারের মনু নদী নৌকাবাইচ ২৭ সেপ্টেম্বর 

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর মৌলভীবাজারে এবছর আবারও নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) মনু নদের চাদনীঘাট ব্রীজ এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। 

অন্যান্য বছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করছে মৌলভীবাজার পৌরসভা। পৌর মেয়র মো. ফজলুর রহমান নৌকাবাইচের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বশেষ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পরে আবারও নৌকাবাইচের খবর শুনে এরিমধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই এবছর পৌরসভার উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করায় পৌর মেয়রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

মৌলভীবাজারে প্রতি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ভিড় জমে। এবছর মনু নদীর শান্তিবাগ পাড়ের অংশে ওয়াকওয়ে নির্মাণ করায় দর্শকদের নৌকাবাইচ দেখতে সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই। 

মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতাঁর বিভিন্ন আসনে অংশ নেয়া উল্লেখযোগ্য নৌকাগুলোর মধ্যে রয়েছে অন্তেহরির অজ্ঞান ঠাকুরের নৌকা, নৌকা উলুয়াইলের বড় বড়গাঁও গ্রামের কাবুল মিয়ার নৌকা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইরেরচক (জল প্রবণ) নৌকা ইত্যাদি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়