Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ৭ অক্টোবর ২০২৩

জুড়ীতে টানা বৃষ্টিপাতে ভোগছেন নিম্ন আয়ের মানুষ 

সিলেটের মতো মৌলভীবাজার জেলায়ও টানা দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কখনো ভারী বৃষ্টি, আবার কখনো থেমে থেমে বৃষ্টি ঝরছে অঝরে। এতে করে ভোগান্তিতে পড়েছেন জুড়ী উপজেলার নিম্ন আয়ের মানুষজন। বৃষ্টির দিনে কাজ না পাওয়ায় গৃহবন্দী থাকতে হচ্ছে তাদের। 

শুক্রবার (৬ অক্টোবর ) ভোর রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মৌলভীবাজারে। বৃষ্টি জারি ছিল প্রায় সারা দিন। সন্ধ্যার দিকে হালকা কমে আসে বৃষ্টি। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি দিচ্ছে। ফলে দিনমজুর যারা, তারা বেরোতে পারেননি কর্মস্থলে, বন্ধ রয়েছে অনেক কর্মস্থলও।

পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজমিস্ত্রী বদরুল মিয়া আজ কাজে গিয়েও ফিরে এসেছেন বৃষ্টির কারণে। কাজ বন্ধ থাকায় আসেননি আরও অনেক মিস্ত্রি। 

তিনি বলেন, বৃষ্টির জন্য সকালে কাজে যেতে চাইনি৷ ছাতা নিয়ে কোনোমতে কাজে উপস্থিত হই, তাও কাজ হয়নি। ঠিকাদার জানালেন আজ কাজ হবেনা এবং কেউ আসেনি।

রিক্সাচালক সুমন আহমেদ বলেন, রিক্সা নিয়ে বের হয়েছি। কিন্তু বাজারে মানুষ খুবই কম। সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে। এজন্য খুব দরকার ছাড়া কেউ বাইরে বের হয়না। সকাল থেকে এখন পর্যন্ত ১৫০ টাকা রুজি হয়েছে। বেশিক্ষণ থাকবো না বাজারে, সন্ধ্যার সময় বাড়ি ফিরে যাব।

এদিকে  আবহাওয়া অধিদপ্তরপর পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। শনিবার থেকে সারা দেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ