কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজী নষ্ট
দুইদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেওয়ায় ধান ক্ষেতে পানি জমে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত দুদিন ধরে অব্যাহত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা। বৃষ্টির কারণে অনেক কৃষক জমি থেকে আমন ধান কাটা, মাড়াই করতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন। এছাড়া শীতকালীন সবজী নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।
উপজেলার কৃষকেরা জানান, এর আগে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধান ও শীতকালীন সবজীর। বর্তমানে আমনধান ঘরে তোলার ধূম পড়েছ। কিন্তু, নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই, ধান শুকানোতে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে তাঁদের খেতের আমন পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। শুধু আমন ধান নয়, রবি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধান ও শীতকালীন সবজীর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছরে ১৭ হাজার ৩০৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা ৫২ শতাংশ আমন ধান ঘরে তুলেছেন।
এ ছাড়াও ১ হাজার ৫৯৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৫৫৫ হেক্টর জমিতে আলু, ২৭৯ হেক্টর টমেটো ও ৪৬৬ হেক্টর জমিতে শরিষা চাষ করা হয়েছে। মিধিলির বৃষ্টিতে পাকা ধান ও সবজির ক্ষতি হয়েছে। এখন আবার বৃষ্টি হচ্ছে। কৃষকের ক্ষতি হবে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, বৃষ্টির কারনে কাটা ধান জমিতে নষ্ট হচ্ছে। অনেকের ধান মাড়াই করলেও রোদের অভাবে নষ্ট হচ্ছে। বেশিরভাগ খেতের পাকা ধান জমিতে নুয়ে পড়ছে।
পতনঊষার ইউনিয়নের কৃষক আনোয়ার মিয়া বলেন, আমি ৫ একর জমির মধ্যে আমন ধান চাষ করছি। আমার ধান পুরোপুরি পেকে গেছে। কিছুদিন আগে বৃষ্টির কারণে আমার আমন ধানের অনেক ক্ষতি হয়েছে। এখন আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ধান কাটা, শুকানো ও মাড়াই করা যাচ্ছেনা। ধান ঘরে তোলার সময়ে দুই বারের বৃষ্টিতে অনেকে ক্ষতি হয়েছে।
রহিমপুর ইউনিয়নের কৃষক বেলাল মিয়া বলেন, কিছুদিন আগে ঘূর্ণিঝড় মিধিলির কারণে আমার আলু ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। এখন আবার রোপণ করেছি আবার বৃষ্টি হচ্ছে। আমার আমন পাকা আমন ধানেরও অনেক ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্ত জয়ন্ত কুমার রায় বলেন, মিধিলির বৃষ্টির কারণে আগে পাকা আমন ধান ও শীতকালীন সবজীর কিছুটা ক্ষতি হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, পাকা আমন ধান, সরিষাসহ কিছু সবজির ক্ষতি হতে পারে।পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকের প্রতি তিনি অনুরোধ করেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’