Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২২ জানুয়ারি ২০২৪

যেভাবে র‍্যাবের জালে কুলাউড়ায় জিলান হ ত্যা মামলার পলাতক আসামী 

এ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজু (২২) র‍্যাবের কাছে আটক।

এ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজু (২২) র‍্যাবের কাছে আটক।

কুলাউড়া উপজেলায় হোসাইন মোহাম্মদ জিলান হ ত্যা কা ণ্ডে র সাথে জড়িত এবং এ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজু (২২) র‍্যাবের জালে আটকা পড়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব। 

রোববার (২১ জানুয়ারি) র‍্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম আসামি মিজুকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২৩ সালের ৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শ ত্রু তা র জেরে গত কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে জিলানকে কু পি য়ে ও লোহার রড দিয়ে পি টি য়ে গু রু ত র জ খ ম করেন মিজুসহ তার সহযোগীরা। পরে ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ ত্যু হয়।

এ ঘটনায় জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে একটি হ ত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজুকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র দেন।

ওই পত্রের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হ ত্যা কা ণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ