Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১১, ১ এপ্রিল ২০২৪
আপডেট: ১৩:১৯, ১ এপ্রিল ২০২৪

রাজনগরে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মরলেন বৃদ্ধ নারী 

ফায়ার সার্ভিস কর্মীরা এসে বৃদ্ধার লা শ উদ্ধার করে। ছবি- আই নিউজ

ফায়ার সার্ভিস কর্মীরা এসে বৃদ্ধার লা শ উদ্ধার করে। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসত ঘরে অগ্নিকাণ্ডের শিকার হয়ে ঘুমন্ত অবস্থায় নূরজাহান বেগম নামে এক বৃদ্ধ নারীর মৃ ত্যু হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) ভোর ছয়টার দিকে উপজেলার পূর্ব কদমহাটায় আমেরিকা প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির পাশে ময়না মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নি হ তের পরিবার ৪০ বছর ধরে প্রবাসী মিন্টু মিয়ার বাড়ি দেখাশোনার কাজ করতেন। নি হ ত নূরজাহান বেগমের গ্রামের বাড়ি কুমিল্লায়। ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়ির পাশেই একটি টিনশেডের বাড়িতে থাকতেন নূরজাহান বেগম। 

জানা যায়, রোববার ভোর রাতে ৬টার দিকে আচমকা নূরজাহানদের বেগমদের বসতঘরে আগুন লেগে যায়। এসময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলে প্যারালাইজড থাকায় নূরজাহান বেগম ঘর থেকে বেরিয়ে আসতে পারেন নি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান।

এদিকে এ ঘটনার পর প্রতিবেশীরা রাজনগর ফায়ার সার্ভিসে কল দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থেকে নূরজাহান বেগমের কঙ্কাল উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। 

তবে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ব্যাপারে এখনো তদন্ত করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

এ ঘটনার বিষয়ে রাজনগর থানার ওসি আব্দুস ছালেখ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা জেনেছি নি হ ত নারী প্যারালাইজে আক্রান্ত ছিলেন। যেকারণে আগুন লাগার পর তরিঘরির মধ্যে তিনি বের হতে পারেন নি। ফলে, দগ্ধ হয়ে ভেতরেই মারা যান তিনি।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়