Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:০৩, ১ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে বজ্রসহ শিলাবৃষ্টি, কৃষকের ক্ষতির আশঙ্কা

রাতে প্রায় ৩০ মিনিট ধরে পড়তে থাকে বিভিন্ন আকারের শিলা।

রাতে প্রায় ৩০ মিনিট ধরে পড়তে থাকে বিভিন্ন আকারের শিলা।

দেশের বেশকিছু জেলা, উপজেলায় ব্জ্রবৃষ্টিসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই দেওয়া হয়েছিল।  রোববার দিনভর বৃষ্টি হচ্ছিল সিলেটসহ দেশের কয়েকটি বিভাগের জেলা-উপজেলাগুলোতে। দিনশেষে মধ্যরাতে মৌলভীবাজারে শুরু হয় বজ্রবৃষ্টিসহ শিলাবৃষ্টি। ছোট থেকে মাঝারি আকারের শিলায় ক্ষতিগ্রস্তও হয়েছেন কেউ কেউ।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৯ টার পরে মৌলভীবাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত ১০টার পর থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। একসময় ঝোড়ো হাওয়ার সাথে মুহুর্মুহু পড়তে থাকে সাদা রঙের শিলা। যা থেমে থেমে প্রায় আধা ঘণ্টার মতো চলছিল। 

প্রবল শিলাবৃষ্টিতে কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ। অপরদিকে এই শিলাবৃষ্টির কারণে হাওরে চাষকৃত আগাম ধানেরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শিলাবৃষ্টিতে ফসলসহ অন্য ক্ষতির প্রাতিষ্ঠানিক তথ্য মেলেনি এখনো।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে শিলাবৃষ্টি হয়।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়