Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার 

প্রকাশিত: ১৯:১৬, ২৩ এপ্রিল ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার যাচাইবাছাই সভা। ছবি- আই নিউজ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার যাচাইবাছাই সভা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলা   পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদের একজনের জনের বৈধ, অপর একজন প্রার্থিতা স্থগিত করলেও পরে বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে চারজনের বৈধ, একজনের স্থগিত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ শে এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার যাচাই-বাছাই সম্পন্ন করেন।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ ও অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন স্থগিত ঘোষণা করেন, পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু, আমিরুল ইসলাম চৌধুরীকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করেন এবং ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ২রা মে এবং ভোট গ্রহণ করা হবে ২১শে মে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়