মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩৩, ২৩ এপ্রিল ২০২৪
মৌলভীবাজারে তাজুল ইসলাম তাজের মনোনয়ন বৈধ ঘোষণা

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজ। ছবি- সংগৃহীত
আগামী ২১মে মৌলভীবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে। তবে, প্রাথমিক মনোনয়ন যাচাইবাচাইয়ের সময় তাঁর মনোনয়ন স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারদের নিয়ে শুরু হয় প্রার্থীদের মনোনয়ন যাচাইবাচাই কাজ। এতে, চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনের মনোনয়ন প্রাথমিকভাবেই বৈধ বলে ঘোষণা করা হয়।
এসময় তাঁর প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে মঙ্গলবার বিকেলের দিকে দ্বিতীয় দফায় যাচাইবাচাই শেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা দেয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) আব্দুস সালাম চৌধুরী আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানান, কেউ চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
আগামী ২১মে মৌলভীবাজার সদর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এবার সদর উপজেলা নির্বাচনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আজ ছিল মনোনয়ন যাচাইবাচাইয়ের দিন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার