মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪৪, ২ মে ২০২৪
কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

কামাল হোসেন
মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। ফলে তিনি পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
কামাল হোসেনের এই বিজয়ে দলের নেতাকর্মী-সমর্থক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মিষ্টি বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী এ ঘোষণা দেন।
আব্দুস সালাম চৌধুরী আই নিউজকে বলেন- ‘মো. কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।’
তবে মনোনয়ন বাতিল হওয়া তাজুল ইসলাম তাজ উচ্চ আদালত থেকে তার সাজা মওকুফ বা প্রার্থীতা ফিরে পেতে তার পক্ষে কোনো নির্দেশনা নিয়ে আসতে পারলে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে। তখন আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানান- রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী।
উল্লেখ্যা গত রোববার (২৮ এপ্রিল) আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম।
কামাল হোসেন একজন সাবেক ছাত্রনেতা। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কাগাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বারবারের নির্বাচিত সভাপতি।
কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বলেন- ‘যেহেতু আপাতত আমার কোনো প্রতিদ্বন্দ্বি নেই, রিটার্নিং অফিসার আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন।’
তিনি বলেন- ‘মৌলভীবাজার শান্তি ও সম্প্রীতির এলাকা। শান্তিপূর্ণ মৌলভীবাজারকে শান্ত রাখতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের মানুষের অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের সকলে মিলে কাজ করতে হবে।’
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’