Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ১৫ জুন ২০২৪
আপডেট: ১৮:৪৬, ১৫ জুন ২০২৪

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের অনুরোধে মদের ব্যবসা ছাড়লেন ভাইস চেয়ারম্যান কালোয়াড় রাজু

বামে ভাইস চেয়ারম্যান রাজু ও ডানে ইউপি চেয়ারম্যান নজরুল। ছবি- আই নিউজ

বামে ভাইস চেয়ারম্যান রাজু ও ডানে ইউপি চেয়ারম্যান নজরুল। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজকুমার কালোয়াড় রাজুকে মদের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। তার অনুরোধের প্রেক্ষিতে দীর্ঘদিনের সরকারি লাইসেন্সধারী পাট্টার ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু।

গত বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে অনুষ্ঠিত প্রথম সভায় এ ঘোষণা দেন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাছরিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা  মো. জসিম উদ্দিন, থানার ওসি মো. আলী মাহমুদ, রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়